সেবা সংক্রান্ত তথ্যাদিঃ
ক্রমিক নং | কাজের বিবরণ | বাস্তবায়নকারী প্রতিষ্ঠান/দপ্তর | বাস্তবায়নের সময় | মন্তব্য |
০১ | মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের উপবৃত্তির ফরম পূরন ও প্রকল্পভূক্ত করণ। | শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফরম পূরণ করবে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ইউএসইও দপ্তরে জমা দিবেন। | ১লা ফেব্রুয়ারী হতে ১৬ই ফেব্রুয়ারী পযর্ন্ত। |
|
২ | মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের উপবৃত্তির ফরম পূরন ও প্রকল্পভূক্ত করণ। | উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ ফরম যাচাই করে ঢাকায় প্রেরণ করা। | ২৩শে ফেব্রুয়ারীর মধ্যে । |
|
৩ | উচ্চ মাধ্যমিক ছাত্রী উপবৃত্তি ফরম পূরণ ও প্রকল্পভূক্ত করণ। | কলেজ ও সিনিয়র মাদ্রাসার প্রধান ৪০% দরিদ্র ছাত্রী তালিকা প্রনয়ণ করে উপবৃত্তির ফরম পূরণ করবেন। | ১লা আগষ্ট হতে ১৫ই আগষ্টের মধ্যে। |
|
৪ | উচ্চ মাধ্যমিক ছাত্রী উপবৃত্তি ফরম পূরণ ও প্রকল্পভূক্ত করণ।
| ইউএসইও অফিস যাচাই বাছাই করে উপবৃত্তি পরম ঢাকায় প্রেরণ। | ৩০শে আগষ্টের মধ্যে। |
|
৫ | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উপবৃত্তি শিক্ষার্থীদের মধ্যে বিতরণ | প্রতি ৬ মাসের উপবৃত্তির অর্থ জনতা ও অগ্রণী ব্যাংক শাখার সমন্বয় ক্রমে ইউএসইও বিতরণ নিশ্চিতকরণ ও চুড়ান্ত হিসাব বিবরণী ঢাকায় প্রেরণ। | এসিটিএসএস প্রাপ্তির পরবর্তী ২৫ দিনের মধ্যে। |
|
৬ | বিনামূল্যে ইবতেদায়ী ,দাখিল ওমাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক বিতরণ | উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ,প্রতিষ্ঠান প্রধানের নিকট হস্তান্তর। | ৩১শে ডিসেম্বরের মধ্যে প্রতিষ্ঠানে এবং১লা জানুয়ারী শিক্ষার্থীদের নিকট হস্তান্তর। |
|
৭ | শীতকালী ওগ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করা। | শিক্ষা প্রতিষ্ঠান,শিক্ষার্থী ও ইউএসইও দপ্তর | পত্র প্রাপ্তির ১৫ দিনের মধ্যে। |
|
৮ | শিক্ষা প্রতিষ্ঠানে এসএমসি নির্বাচন,শিক্ষা নিয়োগ,ভিজিডি বিতরণ ইত্যাদি(বিবিধ)
| পত্রের মর্মানুযায়ী যথাযথভাবে ইউএসইও দপ্তর বাস্তবায়ন করবে। | ১৫ থেকে ১মাসের মধ্যে। |
|